“পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের সমাবর্তন-সংবর্ধনাসভা ও আগাম পরিকল্পনা- দুবরাজপুরে”

Spread the love

“পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের সমাবর্তন-সংবর্ধনাসভা ও আগাম পরিকল্পনা- দুবরাজপুরে”

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:-
২৮শে জানুয়ারি বীরভূম জেলার পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে দুবরাজপুর ব্লক কমিটির উদ্যোগে বার্ষিক সমাবর্তন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ে। দুবরাজপুর চক্রের মেটেলা উচ্চ বিদ্যালয়ের পার্শ্বশিক্ষিকা রীনা গুহ মশান ও দুবরাজপুর দক্ষিণ চক্রের জোপলাই উচ্চ বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক দীনবন্ধু ঘোষকে সংবর্ধনা প্রদান করা হয় উক্ত মঞ্চ থেকে।জানা যায় যে, উক্ত দুই পার্শ্ব শিক্ষক দীর্ঘ দুই দশক ধরে শিক্ষকতার কাজে যুক্ত ছিলেন । তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পাণ্ডে, বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী ,দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল খান, দুবরাজপুর আদালতের বিশিষ্ট আইনজীবী তথা দুবরাজপুর পৌরসভার তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর চক্রের তৃণমূল শিক্ষা সেলের সভাপতি অরিন্দম চ্যাটার্জী, কাউন্সিলার তথা বাচিক শিল্পী মানিক মুখার্জী, অবসরপ্রাপ্ত শিক্ষক জগবন্ধু দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ। স্বাগত ভাষণে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষে নয়ন মুখার্জি তার বক্তব্যের মাধ্যমে পার্শ্ব শিক্ষকদের নানান সমস্যার কথা তুলে ধরেন। বিউটি সিংহ, রত্না মুখার্জী, যাদব খান্ডরাইত ,সাবির খান, আসিফ আহম্মেদ ,কাজল চক্রবর্ত্তী প্রমুখ শিক্ষকগণ পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের আগামী দিনের কর্মসূচী নিয়ে মত বিনিময় করেন । ঐক্যমঞ্চের পক্ষ থেকে নয়ন মুখার্জি জানান আমরা বারবার আবেদন করলেও সমস্যার কোন সমাধান হয়নি।তাই দুই শিক্ষকের বিদায় সংবর্ধনার পাশাপাশি আগামী দিনের কর্ম-পরিকল্পনা নিয়েও আলোচনা করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *