পালার বাপুজি সংঘের লক্ষ্মী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক ও গ্রাম পঞ্চায়েতের প্রধান
ভাতারের পালার গ্রামের বাপুজি সংঘের এবছর লক্ষ্মীপূজো ৩৫ বছরে পা দিল।
যার আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ।
এলাকার শতাধিক দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ,
এলাকার কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা,
সাংবাদিকদের সম্বর্ধনা,
সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, এই ক্লাব।
সমস্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ বছর অরিজিৎ নস্কর স্মৃতি মঞ্চে।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা,
ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রধান,
আশ্রমের স্বামীজি, আমারুন হাইস্কুলের প্রধান শিক্ষক,
এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
এই পুজোকে কেন্দ্র করে পাঁচ দিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করেন এই ক্লাব।
এরমধ্যে সবথেকে জনপ্রিয় অনুষ্ঠান হল যাত্রা অনুষ্ঠান।
শেষ দিন অর্থাৎ শুক্রবার বিসর্জন কে কেন্দ্র করে আতশবাজির আয়োজন করেছে ক্লাব।
ক্লাবের সদস্য মহেন্দ্র হাজরা জানান, সারা বছরই আমাদের ক্লাব নানান ধরনের অনুষ্ঠান করে থাকে।
তবে লক্ষ্মীপূজো জমজমাট ভাবে করে থাকি নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।