পালিত হলো সর্বভারতীয় পরিষদ এর ৪৭ তম ট্যালেন্ট সার্চ ও মেরিট টেস্ট প্রতিযোগিতা

Spread the love

পালিত হলো সর্বভারতীয় পরিষদ এর ৪৭ তম ট্যালেন্ট সার্চ ও মেরিট টেস্ট প্রতিযোগিতা


ইন্দ্রজিৎ আইচ,

সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের ৪৭ তম ট্যালেন্ট সার্চ ও মেরিট টেস্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ৯ থেকে ১২ জানুয়ারি সর্বভারতীয় পরিষদ এর নিজস্ব প্রেক্ষাগৃহে । পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন প্রতিযোগিতা এটি । ট্যালেন্ট টেস্টে ৬ বছর থেকে ১০ বছর এবং ১০+ থেকে ১৪ বছর এই দুটি বিভাগে হয় । শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, লোকসঙ্গীত, তবলা , কত্থক, ভরতনাট্যম, ওড়িষী, গৌড়ীয়, রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য, লোকনৃত্য, ক্রিয়েটিভ ড্যান্স, আবৃত্তি, যোগাসন, অঙ্কন সব বিষয়েই এই প্রতিযোগিতা হয়ে আসছে বিগত ৪৭ বছর ধরে । চারদিন ব্যাপী এই প্রতিযোগিতায় সমগ্ৰ উত্তরবঙ্গসহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার এমনকি আসাম , ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যের ও প্রচুর প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্ৰহণ করে ।
বিশারদ এবং রত্ন পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নিয়ে হয় মেরিট টেস্ট। সফল প্রতিযোগীদের পুরস্কার, মেডেল, সার্টিফিকেটের সঙ্গে কলকাতার নামী প্রেক্ষাগৃহে পরিষদ আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় ।এই বছর এই ট্যালেন্ট সার্চ এবং মেরিট টেস্ট এর বিচারক রা ছিলেন শিল্পী অলক রায়চৌধুরী, চন্দ্রাবলী রুদ্র দত্ত, পরিমল ভট্টাচার্য, সুস্মিতা গোস্বামী , কোহিনুর সেন বরাট, দ্রাবিন চট্টোপাধ্যায়, প্রনতী ঠাকুর , মধুমিতা বসু সহ কলকাতার প্রখ্যাত শিল্পীরা।
আগামী ২৯ মার্চ ২০২৫ শনিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সর্বভারতীয় পরিষদ এর সমাবর্তন অনুষ্ঠিত এই সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে।এই সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সর্বভারতীয়
সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ এর সম্পাদক কাজল সেনগুপ্ত এবং
সহ সম্পাদক শান্তনু সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *