পুকুরে বিষ, চাঞ্চল্য আউশগ্রামে

Spread the love

পুকুরে বিষ, চাঞ্চল্য আউশগ্রামে 

সেখ নিজাম আলম,

; পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানার দিগনগর গ্রামের মালিদাপাড়ায় সেখ আসাদুলের পুকুরে রবিবার  কে বা কারা বিষ দিয়েছিল তা নিয়ে তীব্র চাপানউতোর চলছে। আসাদুলবাবু দীগনগরের তৃনমূল বুথ সভাপতি। , তার এমন ক্ষতি করায় ক্ষুব্ধ অনেকেই। বিষ দেওয়ার ফলে ছোট-বড় প্রচুর মাছ মারা যায়। গ্রামবাসীরা পুকুরে নেমে ভেসে যাওয়া মরা মাছ তুলে নেয়। জানা যায়, ক্ষতি হয় দেড় থেকে দু লাখ টাকা। আসাদুলবাবু জানান, -‘বহুবছর থেকেই তিনি ভাগে মাছ চাষ করেন। এমন ক্ষতিতে তিনি মর্মাহত। আউসগ্রাম থানার পুলিশ  ঘটনার তদন্তে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *