পুজো উদ্বোধনে সাধু বাবা সহ বিশিষ্টজনরা সারেঙ্গার বানপুরে।

Spread the love

পুজো উদ্বোধনে সাধু বাবা সহ বিশিষ্টজনরা সারেঙ্গার বানপুরে।

শুভদীপ ঋজু মণ্ডল, বাঁকুড়া:—-মহা ষষ্ঠীর পূর্ণ লগ্নে আজ সন্ধ্যায় জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের বানপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধন হলো যথাচিত মর্যাদায়। পুজো উদ্বোধনের আগে গ্রামের শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সকলেই সারা গ্রাম পরিক্রমা করে হরিনাম সংকীর্তন এর মধ্য দিয়ে। গ্রাম পরিক্রমা শেষে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর উদ্বোধন হয়। ফিতে কাটা ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট সাধু বাবা কালিকানন্দ মহারাজ ,সারেঙ্গা থানার পুলিশ অফিসার সুব্রত মন্ডল, শিক্ষা রত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সাধন কুমার মন্ডল, এলাকা বিশিষ্ট অবসরপ্রাপ্তশিক্ষক গোপালচন্দ্র মন্ডল সহ বিশিষ্টজনরা। পুজোর দিনগুলি সকলে মিলে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দ করুন এবং নিয়ম মেনে পুজো প্যান্ডেল পরিষ্কার রাখুন। এই আহ্বান জানান অতিথিবৃন্দ। বানপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি সুজিত পাল বলেন সকলের সার্বিক সহযোগিতায় আমাদের এই পুজো 11 তম বর্ষে পদার্পণ করলো। আমরা সকলেই একসাথে মিলেমিশে আনন্দ ভাগ করে নিতে চাই যদি কারো মধ্যে কোনরকম রাগ বা অভিমান থেকে থাকে তিনি তা যেন ভুলে গিয়ে পুজোর দিনগুলো পুজো মণ্ডপে এসে আনন্দ করার আহ্বান জানান। সাথে তিনি বলেন আমাদের যদি কোন ত্রুটি হয়ে থাকে ক্ষমা করার আবেদন জানান। সম্পাদক গোপাল পাল বলেন আমরা সরকারি নিয়ম মেনে পুজো প্যান্ডেলে সমস্ত রকম ব্যবস্থা রেখেছি মায়ের পুজোয় যাতে কোনরকম খামতি না থাকে তার জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে। আগামী সপ্তমীর দিন কলকাতার বেহালা থেকে আগত সুবর্ণরেখা নামে একটি নাট্য সংস্থা এই মঞ্চে তাদের নৃত্যকলা ও নাটক উপস্থাপন করবেন। ১১ তম বর্ষে এটাই বিশেষ আকর্ষণ বলেও তিনি জানান। এখানে উল্লেখ্য বানপুর গ্রামকে কেন্দ্র করে পাশাপাশি বাসুদেবপুর, পাঁচবেড়িয়া ,শিঙ্গনা মোহন, কুলডিহা ,কাঠগড়া, ধরমপুর ভাঙ্গা ডালি, বেনাসুলি, ঘুঙ্গিয়া সহ10-12 টি গ্রামের মানুষজন এই পুজো মন্ডপে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *