প্রতিবেশির গোয়াল থেকে অস্বাস্হ্যকর পরিবেশ,ডেঙ্গুর হাতছানী

Spread the love

প্রতিবেশির গোয়াল থেকে অস্বাস্হ্যকর পরিবেশ,ডেঙ্গুর হাতছানী


দীপঙ্কর চক্রবর্ত্তী,
পূর্বস্হলীর কালেখাঁতলা ২ নং গ্রাম পন্চায়েত এলাকার পারুলিয়া স্কুল রোডে গোপাল গোশ্বামী অনেক দিন থেকে দুটি গরু পালন করে আসছে।তার বাড়ির সামনে থেকে কিছু বোঝা বা দেখা যাবে না।কিন্তু তার বাড়ির একেবারে পিছনে পাশের বাড়ির লাগোয়া তিনি দুটি গরু রাখার গোয়াল করেছেন।অভিযোগ অনেক দিন থেকে প্রতিবেশি অনেক মানুষের তিনি ক্ষতি করছেন।অনেক দিন সকলের বলাতেও কর্নপাত করছেন না গোপাল।প্রতিবেশি দীপঙ্কর চক্রবর্ত্তীর বাড়ির দুটি ঘরের দরজা,জানালার পাশে রয়েছে সেই অভিশপ্ত গোয়ালঘর।সেখানে অনেকদিন ধরে দুমন গোবর,কাদা,গোচনার উপর দুটি গরু সারারাত দিন দাঁড়িয়ে থাকে।তাদের শোবার ব্যাবস্হা নেই।প্রতিদিন গোয়াল ঘর পরিস্কারও করা হয় না।আসেপাসে বিশ্রী দূর্গন্ধ ছড়িয়ে যায়।পাশের বাড়িগুলোতে ছোট শিশু,বয়স্ক মানুষ,এ্যাজমা রোগীও আছে।তারাখুব অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছে।চারিদিকে মশার উপদ্রব বেড়ে গেছে।এই এলাকায় ম্যালেরিয়ার রোগ দেখা দিয়েছে।সরকার,প্রশাসন,স্বাস্হ্য দফতর ডেঙ্গু,ম্যালেরিয়া নিয়ে এত প্রচার করছেন,মানুষকে এত সচেতন করছেন কিন্তু গেপাল গোশ্বামী ও তার স্ত্রী কোন কথা,কারো কথা শুনবেন না।তারা বাছুরের মুখের খাবার ছিনিয়ে তারা দুধ খাবে আর গো মাতাকে কষ্ট দিয়ে রাখবে আর প্রতিবেশিদের মৃত্যপ্রকাশ থাকে প্রতিবেশি দীপঙ্কর বাবু,কৃষ্ন দ্বৈপায়ন বাবুরা স্হানীয় পন্চায়েতে লিখিত অভিযোগ জানালে পন্চায়েত সদস্য সহ অনেকেই নিজ চোখে তারা পরিবেশ দেখে গোপালকে সেই স্হান থেকে গরু সরিয়ে নিতে এবং গোয়াল পরিস্কার ও গরু থাকার উপযোগী করার পরামর্শ দেন কিন্তু তারা ( গোপাল) বলে সব যেরকম আছে সেরকমই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *