প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ কর্তৃক পরিচালিত বৃত্তি পরীক্ষার দিন পরিবর্তন সম্পর্কে প্রেস কনফারেন্সে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- প্রতি বছর প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।অনুরূপ এবারও আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত বৃত্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম প্রভৃতি জেলা ভয়াবহ বন্যা কবলিত হয়েছে।এমনকি বহু স্কুলে জল ঢুকেছে। আবার বন্যার্ত মানুষদের অনেকেই স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে।উক্ত স্কুলগুলিতেও পরীক্ষার সেন্টার হওয়ার কথা।এছাড়াও বন্যা কবলিত এলাকায় রাস্তার যা অবস্থা হয়েছে তাতে কচিকাঁচা পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের পক্ষেও মুশকিল। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাষ রয়েছে।
এই পরিপ্রেক্ষিতে পর্ষদের কার্যকরী সমিতি শনিবার জরুরি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনা করে তা ২১ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৪ অনুষ্ঠিত হবে।পর্ষদের রাজ্য সম্পাদক তপন কুমার সামন্ত
সেই বিবৃতি দেন। অন্যদিকে জেলার দায়িত্বে থাকা পর্ষদের সভাপতি ফরিদা ইয়াসমিন তিনিও এক সাক্ষাৎকারে সেই কথা উল্লেখ করেন।