ফ্রেন্ডলী ম্যাচের মাধ্যমে প্লেয়ার বাছাই

Spread the love

ফ্রেন্ডলী ম্যাচের মাধ্যমে প্লেয়ার বাছাই

সেখ সামসুদ্দিন, ১৩ আগস্টঃ অল ইন্ডিয়া বেস ফুটবল প্রতিযোগিতায় কাঁথী ও উড়িষ্যায় টিম পাঠানোর আগে ফ্রেন্ডলী ম্যাচের মাধ্যমে প্লেয়ার বাছাই ও খেলোয়াড়দের পারফরম্যান্স দেখা হচ্ছে। দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের ফুটবল মাঠে আজ ফ্রেন্ডলী ম্যাচে অংশগ্রহণ করে মেমারি ড্রিম একাডেমি ও ফার্স্ট ডিভিশন খেলার টিম চুঁচূড়া টাউন ক্লাব। এদিন মাঠে উপস্থিত ছিলেন ফুটবল কোচ সেখ সাবির, পার্থ পাল, প্রমোদ ভট্টাচার্য্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *