বং সিনেমাটিক আয়োজিত মাতৃরূপেন শারদ সম্মান ২০২৫

Spread the love

বং সিনেমাটিক আয়োজিত মাতৃরূপেন শারদ সম্মান ২০২৫

প্রতিনিধি:
বং সিনেমাটিক আয়োজিত মাতৃরূপেন শারদ সম্মান ২০২৫
৫ তম বর্ষ অনুষ্ঠিত হলো। সেরা বিচারক ১৫ বাছাই এর পর সেরা সেরা বাছাই দের তুলে দেওয়া হলো এবছর এর শারদ শিরোপা সম্মান মাতৃরূপেণ।
এবছর বং সিনেমাটিক এর সাথে সহযোগিতায় ছিলেন। স্বর্ণাস মেকওভার , জাস্ট লিঙ্কন , ইনভেনশন ক্রিয়কেশন , ও মিডিয়া পার্টনার হিসাবে মঙ্গল কোর্ট , বাংলার খবর ।
এবছর এর বিচারক এর দায়িত্বে ছিলেন সমাজের বিভিন্ন বিভাগের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভট্টাচার্য (অভিনেত্রী) মধুমিতা দেব (ডক্টর ও সাহিত্যিক ) বুলু গোস্বামী ( বিশিষ্ট মেকআপ আর্টিস্ট) অজয় ভট্টাচার্য ( সাহিত্যিক )
সেরা শিরোপা এবার পেলেন যারা তার হলেন। দক্ষিণ দাড়ি ইয়ুথ , বিধান সঙ্গ , কবিরাজ বাগান , মুকুন্দ পুর সর্বজনীন , এ বি ব্লক , বিডি ব্লক (সল্টলেক) যাদবপুর অ্যাথলেটিক ক্লাব প্রভীতি
শারদ শিরোপার সাথে মাতৃরূপেন শারদ সম্মান এর বিচারক দের সম্মান প্রদান করলেন কলকাতার বিশিষ্ট ক্লাব গুলি । বং সিনেমাটিক এর মাতৃরূপেণ শারদ সম্মান এর সেরা মুখ হিসাবে সমাজের পরিচিত আলোয় এলেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য । তার অভিনয় ও মডেলিং দক্ষতায় তিনি হয়ে উঠলেন এবার এর শারদ সেরা মুখ ও সেরা শারদীয়া মুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *