বসন্ত উৎসবে নৃত্যাঙ্গন নাচের স্কুল
।
সাধন মন্ডল বাঁকুড়া:–
আজ বুধবার বসন্ত উৎসবের মতলব রাইপুর নাম বাজারের নৃত্যাঙ্গন নামে একটি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী ও অভিভাবক অভিভাবিকা বৃন্দ। বিকাল চারটা নাগাদ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা রাইপুর বাজার পরিক্রমা করে পরিক্রমার মাঝে মাঝে বাজারের বিভিন্ন জায়গায় তারা তাদের বসন্ত উৎসবের নৃত্য প্রদর্শন করে। নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষা মুনমুন দাস বলেন এটা আমাদের চিরাচরিত উৎসব তবে এবছর বিভিন্ন কারণে ও প্রাকৃতিক দুর্যোগের ফলে অনুষ্ঠান করতে দেরি হল। শিশুরা তাদের পারফরমেন্স উপস্থিত পথ চলতি মানুষজনের কাছে তুলে ধরে। রংবেরঙের শাড়ি পরে ছোট ছোট মেয়েরা আনন্দ সহকারে নৃত্য পরিবেশন করে বাজারের বিভিন্ন জায়গায়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থী সহ সকলের জন্য ভুরিভোজের ব্যবস্থা ছিল।