এসআইআর ঘোষণার পরেই আত্মঘাতী হয়েছেন উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর মহকুমার পানিহাটি পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ কর। এমনটাই দাবি করেছে রাজ্যের শাসক দল। বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক শিবির। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রদীপ করের বাড়িতে গিয়ে প্রদীপ করের পরিবারের সদস্যদের সঙ্গে দেখাও করেন। সেখান থেকে বেরিয়ে তিনি ‘জাস্টিস ফর প্রদীপ কর’ স্লোগান তোলেন। প্রদীপ করের মৃত্যুর পর থেকেই চলছে শাসক-বিরোধী তরজা। জারি রয়েছে রাজনৈতিক চাপান উতোর। তারই মধ্যে জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান তুলে বসিরহাটের সীমান্তবর্তী এলাকায় মৌন মিছিলের আয়োজন করলো বসিরহাট ১নং ব্লক তৃণমূল কংগ্রেস। বসিরহাট ১নং ব্লকের তৃণমূলের নবনিযুক্ত সভাপতি শরিফুল মন্ডলের নেতৃত্বে সংগ্রামপুর-শিবহাটী গ্রাম পঞ্চায়েতের বিরামনগরে জাতীয় সড়ক ৩১২ এ মৌন মিছিলে শামিল হন প্রাক্তন জেলা পরিষদের সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী গোলাম বিশ্বাস ও গোটরা গ্রাম পঞ্চায়েতের সদস্য মৃত্যুঞ্জয় কর্মকার সহ হাজার হাজার তৃণমূল নেতা, কর্মী ও সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। বসিরহাট ১ পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বসিরহাট ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শরিফুল মন্ডল বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্লোগান তুলেছেন ‘সারা বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর’ সেই স্লোগানকে পাথেয় করে আমরা প্রদীপ করের স্মরণে এই মোমবাতি মিছিলের আয়োজন করেছি। আমরা চাই এসআইআর বা এনআরসির আতঙ্কে যেন আগামী দিনে আর কোনো মানুষের প্রাণ না যায়।”
বসিরহাট তৃণমূলের প্রতিবাদ মিছিল
