বাঁকুড়ার গোবিন্দনগরে রাখি দিবস

Spread the love

সাধন মন্ডল

আজ ৩১ শে আগস্ট,২০২৩ বাঁকুড়া গোবিন্দ নগর বাস স্ট্যান্ডে সম্প্রীতির নজির করলেন সম্প্রীতির রাখি বন্ধনের মাধ্যমে, বাঁকুড়া জেলা অসংগঠিত শ্রমিক কংগ্রেস। আজ সকাল থেকেই বাস স্ট্যান্ড এলাকায় আপামর জনসাধারণের হাতে রাখি বেঁধে সকল মানুষের কাছে আবারও বার্তা দিলেন, যে আমরা জাতীয় কংগ্রেস জাতি, ধর্ম, বর্ণ বিভেদের উর্ধে। আজকের রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন, বাঁকুড়া জেলার কংগ্রেস নেতা শ্রীমন্ত নন্দী ,বাঁকুড়া জেলা বাস শ্রমিক কংগ্রেসের( I N T U C) সহ:সভাপতি পরেশ সিনহা ,সমপাদক বিশ্বানাথ মন্ডল ,পিযুষ বীর সমীর লোহার ,বাঁকুড়া বিধান সভার যুব কংগ্রেস নেত্রী নাজিমা খাতুন,শেখ কুরবান ।বাঁকুড়া জেলা মহিলা I N T U C র সভানেত্রী শ্যামলি দে কুণ্ডু ,বাঁকুড়া জেলা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান তপন গরাই এছাড়াও সকল নেতৃত্ব ও কর্মী বৃন্দ এবং পথচলতি সাধারণ মানুষ। সকালের হাতে সম্প্রীতির রাখি বেঁধে মিষ্টি খাইয়ে দিনটি উদযাপিত করলেন বাঁকুড়া জেলা বাস শ্রমিক কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *