বাঁকুড়া জেলা পুলিশের বস্ত্রদান শিবির।
সাধন মন্ডল বাঁকুড়া:–বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে আজ শনিবার দুর্গা পুজো উপলক্ষে বড়জোড়া থানা প্রাঙ্গণে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে ৩৩ জন প্রবীণ নাগরিককে উৎসবের আনন্দে নতুন জামাকাপড় প্রদান করা হয়।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার, শ্রী বৈভব তেওয়ারি, আইপিএস; জেলা শাসক, শ্রী সিয়াদ এন, আইএএস; ডেপুটি পুলিশ সুপার (অ্যাডমিন), শ্রী উত্তম মিত্র, ডব্লুবিপিএস; এবং বড়জোড়ার বিধায়ক, শ্রী অলোক মুখার্জি, সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানের এক বিশেষ অংশ হিসেবে প্রবীণ নাগরিকদের জন্য একটি পুজা পরিক্রমা বাসও উদ্বোধন করা হয়।
এই উদ্যোগটি আমাদের প্রবীণ নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে। পুলিশের এই উদ্যোগে খুশি এলাকাবাসী।