বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়ক সংস্কারের দাবিতে সিপিআইএম এর পথ অবরোধ মটগোদায়।
সাধন মন্ডল বাঁকুড়া:-
অবিলম্বে বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সিপিআইএম এর বাঁকুড়া জেলা কমিটি ও ডিওআইএফআই রাইপুর ব্লক কমিটির উদ্যোগে আজ সকাল ১০ঃ২০ থেকে সাড়ে এগারোটা পর্যন্ত বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে মটগোদা মোড়ে পথ অবরোধ শুরু হয়। পরে অবরোধকারীদের সাথে আলোচনায় বসেন p.w.d বিষ্ণুপুর ডিভিশনের জুনিয়ার ইঞ্জিনিয়ার জয়ন্ত সন্ন্যাসী রাইপুর বিডিও উদয়নারায়ন দে ,আই সি পলাশ কুমার বারিক সকলের হস্তক্ষেপে শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে জানালে সাড়ে এগারোটা নাগাদ অবরোধ উঠে যায়। অপরোধে নেতৃত্ব দেন সিপিআইএম-এর বাঁকুড়া জেলা কমিটির সদস্য পার্থপ্রতিম মজুমদার ডি ওয়াই এফ আই এর নেতৃত্ব অমিতাভ পাঠক সিপিআইএম এর রাইপুর এরিয়া কমিটির সম্পাদক দীপক মন্ডল, নেতৃত্ব জলধর বাগ , হরিসাধন মন্ডল,সহ দলীয় কর্মীবৃন্দ। জুনিয়র ইঞ্জিনিয়ার জয়ন্ত সন্ন্যাসী উপস্থিত দলীয় নেতৃত্ব ও অবরোধকারীদের কাছে বলেন রাস্তা সংস্কারের কাজ কেমন হয়েছে তা দেখার জন্য সেন্ট্রাল টিম এসে দেখে গেছেন এবং তারা মালপত্র পরীক্ষার জন্য ল্যাবরেটরীতে নিয়ে গেছেন সেই রিপোর্ট পাওয়ার পর রাস্তার কাজ নতুনভাবে শুরু হবে। অবরোধকারী গায়ত্রী বাগ, বরুণ মুরমু, কালিপদ মুরমু, বৈদ্যনাথ পাল ,সুনীল বাগ, জলধর বাগ রা বলেন রাস্তা একদিকে তৈরি হচ্ছে অন্যদিকে রাস্তা ভেঙ্গে যাচ্ছে। নেতৃত্ব পার্থ মজুমদার বলেন অবিলম্বে চলাচলের উপযুক্ত করে রাস্তা সংস্কার করা হোক তা না হলে আমরা বড়সড়ো আন্দোলনে নামতে বাধ্য থাকব। রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয় নারায়ন দে বলেন রাস্তাটি তৈরি হওয়ার সাথে সাথেই খুব কম সময়ের মধ্যেই রাস্তা খারাপ হয়ে যাচ্ছে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে খুব শীঘ্রই সংস্কারের কাজ শুরু হবে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়।