বাংলাভাষীদের প্রতি বিদ্বেষমূলক প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা
সেখ সামসুদ্দিন, ১০ আগস্টঃ ভারতের বিভিন্ন জায়গায় কেন্দ্রের শাসক দলের প্ররোচনায় বাঙালিদের, বাংলাভাষীদের প্রতি যে অন্যায় বা বিদ্বেষমূলক প্রচার করা এবং এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পূর্ব বর্ধমানের জামালপুরের জোতশ্রীরাম অঞ্চলে শ্রীকৃষ্ণপুর মোড়ে একটি পথসভা করা হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল, অঞ্চল সভাপতি তপন দে, প্রধান আরিফা মন্ডল সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা প্রত্যেকেই কেন্দ্রের শাসক দল বিজেপির তীব্র সমালোচনা করেন। মেহমুদ খান বলেন বাংলা ভাষা সংবিধান স্বীকৃত ভাষা তাই কে কী বলল তাতে কিছু যায় আসে না। সারা রাজ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন, একের পর এক জাতীয় স্বীকৃতি এমন কী আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সব সহ্য করতে না পেরে বাংলার উপর বঞ্চনা তো ছিলই এখন বাঙালি তথা বাংলা ভাষীদের উপর আক্রমণ করে বাঙালিদের অবদমিত করতে চাইছে বিজেপি। কিন্তু বাঙালিরা কী জাতি সেটা আর কিছু দিন পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে খুব ভালো ভাবেই টের পাবে বিজেপি। এস আই আর নিয়েও সুর চড়ান তিনি। বিধায়ক বলেন বাঙালি জাতির ইতিহাসই জানেনা বিজেপি। ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালির এবং বাংলার ভূমিকার কথা ইতিহাসই লেখা আছে। তাই বিজেপি বাংলা ভাষাকে নিয়ে যে নোংরা রাজনীতি করছে তার তারা তীব্র বিরোধিতা করছেন। তিনি বলেন দলনেত্রী, মুখ্যমন্ত্রী এই নিয়ে প্রতিবাদ করেছেন। আর তারা তার সাথেই আছেন। এস আই আর নিয়েও তিনি তার ক্ষোভ উগরে দেন। আজকের এই পথসভায় প্রচুর তৃণমূলের কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষ ভিড় জমান।