বাবা সাহেব স্মৃতি রক্ষা কমিটির রক্ত বন্ধন উৎসব
সেখ সামসুদ্দিন, ১৪ আগস্টঃ বাবা সাহেব স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে বর্ধমান শহীদ শিবশঙ্কর সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্ত বন্ধন উৎসব। বাবা সাহেবের ছবিতে মাল্যদান করে সূচনা করেন বাবা সাহেব স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী। এই রক্ত বন্ধন উৎসবের সূচনায় উদ্বোধনী সংগীত ও আবৃত্তির মধ্য দিয়ে রক্তদানে আহবান জানাই ছোট্ট শিশু। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তথা বাবা সাহেব স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, কমিটির কার্যকরী সভাপতি ডঃ কৃষ্ণপদ বিশ্বাস জেলা কমিটির সদস্য তারকনাথ সাহা, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস মহিলা সভানেত্রী গীতা দাস, নারী ও শিশু কল্যাণ কর্মাদক্ষ তাসমিনা খাতুন, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন, সমাজসেবী শেখ মজনু, মেমারি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাপস পাঁজা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন পঞ্চাশ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা থেকে বাহান্ন ইউনিট রক্ত সংগ্রহ করা হয় যার মধ্যে একজন ছিলেন মহিলা রক্তদাতা। উদ্বোধনী বক্তব্যে বাবা সাহেব সম্পর্কে কিছু কথা বলার পাশাপাশি বাবা সাহেব স্মৃতি রক্ষা কমিটির দায়িত্ব ও পরবর্তী কর্মসূচি নিয়ে ঘোষণা করেন নিত্যানন্দ ব্যানার্জী। এছাড়াও বক্তব্য রাখেন তারক নাথ সাহা, সন্তোষ রায়, ডঃ কৃষ্ণপদ বিশ্বাস।