বিজেপির অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল সংখ্যালঘু সেলের মহা মিছিল, এসপ্ল্যানেডে ঐক্যের জোরালো প্রদর্শন

Spread the love

বিজেপির অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল সংখ্যালঘু সেলের মহা মিছিল, এসপ্ল্যানেডে ঐক্যের জোরালো প্রদর্শন

মহম্মদ নইম

কেন্দ্রীয় হাওড়ার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অর্প রায়ের নেতৃত্ব ও দিকনির্দেশনায় তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে এসপ্ল্যানেডে এক মহা মিছিল ও শক্তিশালী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হলো। বিজেপি সরকারের অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে বাংলার মানুষের সম্মিলিত কণ্ঠস্বর হয়ে উঠল এই ঐতিহাসিক আন্দোলন।

ওই মহামিছিলে হাওড়া কেন্দ্রের ১৯, ২০, ৩১, ৩৪, ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ও কর্মীরা বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন এবং ঐক্য ও জনশক্তির দৃঢ় বহিঃপ্রকাশ ঘটান।

তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কেন্দ্রীয় হাওড়ার সভাপতি আব্দুল কায়ুম আনসারি সক্রিয় ও নেতৃত্বমূলক ভূমিকা পালন করেন। তাঁর অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় সংকল্প এই আন্দোলনকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়।

প্রতিবাদের সাফল্যে ইসলামউদ্দিন লালা, প্রাক্তন কাউন্সিলর ইসমত আরা এবং ওয়ার্ড ২০-এর সভাপতি রঈস আলম ওরফে সনির ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁদের নিরলস প্রচেষ্টা ও আত্মনিবেদন আন্দোলনকে ঐতিহাসিক রূপ দেয়।

সমাবেশে বক্তারা জোর দিয়ে বলেন, “ঐক্য ও সাহসই আমাদের প্রকৃত শক্তি, আর এই সম্মিলিত বল আগামী দিনে জয় ও সাফল্যের নিশ্চয়তা বহন করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *