বিধায়ক ফান্ড থেকে খেলার মাঠ সংস্কারের অনুরোধ করলেন অনুব্রত মণ্ডল
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
রাজনগর ব্লকের গাঙ্গমুড়ি-জয়পুর অঞ্চলের ঢাকা গ্রামে জাগরণ আদিবাসি ক্লাবের উদ্যোগে তিন দিন ধরে চলা ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। সেই সঙ্গে ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রাজনগর ব্লক তৃণমূল সভাপতি সুকুমার সাধু, আদিবাসী নেতা রবিন সরেন সহ অন্যান্যরা। খেলায় জেলা সহ বিভিন্ন এলাকা থেকে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। চুড়ান্ত পর্যায়ের খেলায়
মামু এফসি পাথরিয়া ও ফুলবাগান এফসি হুচুক পাহাড়ি মুখোমুখি হয়। টানটান উত্তেজনার মধ্যে শেষপর্যন্ত
জয়ী হয় মামু এফসি পাথরিয়া। বিজয়ী দলের হাতে ট্রফি সহ ৪৫ হাজার টাকা এবং বিজিত দলের হাতে ট্রফি সহ ত্রিশ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।
এছাড়া সেমিফাইনালের দুটি দলকেই ট্রফি সহ ১০ হাজার টাকা করে দেওয়া হয়। এদিন মঞ্চ থেকে অনুব্রত মণ্ডল উপস্থিত বিধায়ক বিকাশ রায় চৌধুরীকে অনুরোধ করেন ঢাকা গ্রামের যে ফুটবল মাঠ রয়েছে সেটি তার বিধায়কের ফান্ড থেকে সংস্কার করে সাজিয়ে তোলার। পাশাপাশি এখানকার রাস্তাটিকেও সংস্কার করার কথা বলেন অনুব্রত মণ্ডল।