মোল্লা জসিমউদ্দিন,
সোমবার দুপুরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে দিল হেমতাবাদ বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর মামলায় সিবিআই তদন্ত নয়।তবে কলকাতা হাইকোর্টে এই মামলার কোন নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আপিল পিটিশন দাখিল করতে পারে নিহতের পরিবার।একথা সিবিআই তদন্ত খারিজের পাশাপাশি জানিয়েছে সুপ্রিম কোর্ট। বরাবরই উত্তরবঙ্গের বিজেপির বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুতে সিবিআই তদন্তে গড়রাজি রাজ্য সরকার। সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তর দাবিতে এক পিটিশনের শুনানি চলেছিল। গত শুনানিতে সেখানে সুপ্রিম কোর্ট রাজ্য কে সিবিআই তদন্ত প্রক্রিয়ায় মতামত জানতে নোটিশ পাঠিয়েছিল।সেই নোটিশের জবাবে ওইদিন রাজ্য সরকারের পক্ষে আইনজীবী সুপ্রিম কোর্টে জানিয়েছেন – ‘ইতিমধ্যেই বিধায়কের অস্বাভাবিক মৃত্যু মামলায় তদন্তের ভার যেমন জেলা পুলিশ থেকে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি কে দেওয়া হয়েছিল। ঠিক তেমনি সিআইডি এই মামলায় চার্জশিট দাখিল করেছে।আত্মহত্যার প্ররোচনার দায়ে দুজন কে গ্রেপ্তারও করেছে সিআইডি। এটি আত্মহত্যার ঘটনা, খুনের নয়।তাই সিবিআই তদন্তর প্রয়োজন নেই ‘। উল্লেখ্য, গত বছরের ১৩ জুলাই উত্তরবঙ্গের হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যু ঘটে। হাত পা বাঁধা অবস্থায় মাটি থেকে কম দুরত্বে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।আর এতেই সন্দেহ তৈরি হয় এলাকাবাসীদের মধ্যে।জনপ্রিয় এই বিধায়ক বামদল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন।স্থানীয় পুলিশের তরফে ঋণ থেকে মুক্তি পেতে আত্মহত্যার ঘটনা বলে দ্রুত দাবি করা হয়। তবে দেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যে পুলিশের এহেন দাবিতেই রহস্যের গন্ধ পেয়েছিল জেলা বিজেপি নেতৃত্ব। তাই এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্ট থেকে এই মামলা আসে সুপ্রিম কোর্টে।সোমবার সুপ্রিম কোর্ট হেমতাবাদ বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দেয়। পাশাপাশি কলকাতা হাইকোর্টের কোন নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে আপিল পিটিশন দাখিল করতে পারে নিহতের পরিবার।তাও জানিয়ে দেয় শীর্ষ আদালতে।