বিশ্ব এইডস দিবস উপলক্ষে রক্তদান শিবির শান্তিনিকেতন থানার
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম
১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। সেই উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন বা সংস্থার পক্ষ থেকে দিনটি নানান কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। সেরূপ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং শান্তিনিকেতন থানার আয়োজনে “উৎসর্গ”-নামক প্রকল্পের মাধ্যমে বোলপুরের শান্তিনিকেতন থানায় স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।বোলপুর ব্লাড সেন্টার থেকে আগত ডাক্তার সহ টেকনেসিয়ান দল এদিন শিবিরে ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করে। সকল রক্তদাতাদের হাতে মেমেন্টো ও গাছের চারা দিয়ে সম্মানিত করা হয় বলে থানা সূত্রে খবর। রক্তদাতাদের উৎসাহ প্রদান উপলক্ষে শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ আধিকারিক বোলপুর রানা মুখার্জি, বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল, বোলপুর সার্কেল ইন্সপেক্টর দীনেশ মন্ডল, বোলপুর আইসি লিটন হালদার, চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর চয়ন ঘোষ,শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি চ্যাটার্জী, বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক নুরুল হক প্রমূখ। উল্লেখ্য জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর কতৃক প্রকাশিত বিশ্ব এইডস দিবসের সচেতনতা মূলক ছবি সম্বলিত পোস্টার ব্যানার সহযোগে এদিন রক্তদানের পাশাপাশি এইডস বিষয়ক সচেতনতার বার্তা দেওয়া হয় ।