সাধন মন্ডল,
আজ ১২ ই আগস্ট মঙ্গলবার বিশ্ব হাতি দিবস। এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করল জঙ্গলমহলের রাইপুর ব্লকের চাতরী নিম্ন বুনিয়াদি আবাসিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকার বৃন্দ তারা হাতির সংরক্ষণ ও হাতিকে উত্যক্ত না করার আহ্বান জানিয়ে একটি মিছিল করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার মন্ডল বলেন হাতি আমাদের পরিবেশের একটি বিশেষ প্রাণী বর্তমানে হাতি সংখ্যা অনেকটা কমে গেছে তাই হাতে কি সংরক্ষণ প্রয়োজন এবং মাঝেমধ্যে লোকালয়ে চলে আসা হাতে গুলিকে বিরক্ত না করে তাদের জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করা দরকার। হাতি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখার একটি একটি অমূল্য সম্পদ। হাতি সংরক্ষণ ও হাতির প্রয়োজনীয়তার দিক গুলি তুলে ধরে ছাত্র-ছাত্রীদের কাছে বিশদ বক্তব্য রাখেন প্রধান শিক্ষক।