বীরভূম জেলাপরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বর্ষীয়ান বামপন্থী নেতার জীবনাবসান
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- বীরভূম জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ব্রজ মুখার্জ্জী শনিবার কোলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালীন সময়ে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘ ২০ বছর বীরভূম জেলাপরিষদের সভাধিপতি ছিলেন। দুই বারের বিধায়ক ও খাদি বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন। তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি থাকাকালীনই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, মল্লারপুর টুরকু হাঁসদা কলেজ গড়ে ওঠে। ওনার হাত ধরেই বীরভূম জেলার সবথেকে বড় ইঞ্জিনিয়ারিং কলেজ বি আই টি গড়ে উঠেছে। বীরভূম জেলার উন্নতিতে তাঁর অবদান অনস্বীকার্য।বীরভূম জেলার রূপকার, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি, প্রাক্তন বিধায়ক,সিপিআইএম পার্টির জেলা নেতৃত্ব প্রয়াত কমরেড ব্রজ মুখার্জ্জীর মরদেহ শনিবার কোলকাতা থেকে বীরভূমে আনা হয়। মল্লারপুর সহ সিউড়ি সিপিআইএম এর জেলা কার্যালয়ে তার মরদেহ শায়িত রাখা হয়।সেখানে দলীয় পতাকায় মৃতদেহ ঢেকে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করা হয়।শ্রদ্ধাজ্ঞাপন করেন সিপিআইএম পার্টির পলিটব্যুরোর সদস্য ডাঃ রামচন্দ্র ডোম, জেলা সম্পাদক গৌতম ঘোষ, দীপঙ্কর চক্রবর্তী সহ পার্টির জেলা নেতৃত্ব, বামফ্রন্টের বিভিন্ন দলের নেতৃত্ব, জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি মিলটন রশিদ এবং বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিভিন্ন গণসংগঠনের সদস্যবৃন্দ। এরপর রামপুরহাট মেডিক্যাল কলেজে দেহদান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জীব বর্মন, সঞ্জীব মল্লিক, অমিতাভ সিং সহ পরিবারের সদস্যগন।