বৃষ্টিপাতে
উজ্জ্বল সামন্ত
বার বার ফিরে আসবো
তোমার বুকে বৃষ্টি হয়ে।
অশ্রুর সঙ্গে মিশে যাবো
ছুঁয়ে যাবো ঠোঁট, শরীরে।।
দেখতে যে পাবেনা কেউ,
চোখের জল বৃষ্টিতে মেশে।
জলের কোন রঙ নেই, ভাগ্যিস !
মনের ক্ষত জলছবি, চোখে ।।
আকাশ কালো মেঘ ঢাকা,
বিদ্যুৎ যেন বিঁধছে কাঁটা।
বিরহের আঁচে মনের মাঝে,
খোঁজে ফেরে একটু উষ্ণতা ।।
সুখের ঘরে দুঃখের হানা,
মান অভিমান দেনা পাওনা ।।
যতই যাও দূরে, মনের কাছে
আত্মা যখন ভেজে বৃষ্টিপাতে…