বেনাপোল স্থলবন্দরে ফেনসিডিলসহ ভারতীয় ট্রাক চালক আটক
কাজী নূর।। যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং কাস্টমস। বিজিবি এবং কাস্টমসের যৌথ এ অভিযানে চালকের সিটের নিচ থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের ডিসি অথল চৌধুরী। এ ঘটনায় ওই ট্রাক চালক রফিকুল মন্ডল (২৪) কে আটক করেছে পুলিশ। ভারতীয় ট্রাকের নাম্বর ডাব্লুউ- ২৫, বি- ২৩৭২। চালক রফিকুল মন্ডল ভারতের বনগাঁ মহকুমার পেট্রাপোল এলাকার নাসির মন্ডলের ছেলে।
সোমবার (১ জুলাই) রাতে বেনাপোল স্থলবন্দরের ৩০ নম্বর শেডে ভারতীয় পণ্যবাহী ট্রাকের চালক ফেনসিডিল নিয়ে প্রবেশ করেছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ও কাস্টমস যৌথ অভিযান চালায়। এ সময় তারা ট্রাক চালকের সিটের নিচ থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানান, আর আই বি’র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে আমদানিকৃত কাঁচের গুড়া ভর্তি একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা আগে থেকে গোপন অবস্থানে থেকে রাত ১০টার দিকে ভারতীয় ওই ট্রাকটি শনাক্ত করে। পরে বিজিবি এবং কাস্টমস যৌথ তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ট্রাক চালক রফিকুল মন্ডলকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য কাঁচের গুড়ার আমদানিকারক প্রতিষ্ঠান ‘দি বেঙ্গল গ্লাস লিমিটেড’ এবং সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের ‘পদ্মা ট্রেডিং কর্পোরেশন’।