বোলপুর থানার আইসি কে কুকথা কাণ্ডে অনুব্রত মণ্ডল আদালতে হাজিরা, একহাজার টাকার ব্যাক্তিগত বন্ডে জামিন মঞ্জুর বোলপুর আদালত

Spread the love

বোলপুর থানার আইসি কে কুকথা কাণ্ডে অনুব্রত মণ্ডল আদালতে হাজিরা, একহাজার টাকার ব্যাক্তিগত বন্ডে জামিন মঞ্জুর বোলপুর আদালত

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে কুকথা কান্ডের প্রায় তিন মাস পর সোমবার বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এদিন সকালের দিকে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা আগাম জামিনের আবেদন করেছিলেন। দুপুর দু’টোয় শুনানি হয়। উল্লেখ্য বোলপুর থানার আইসি লিটন হালদার ও তৃনমূল কংগ্রেসের জেলা নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে কুকথার অডিও ভাইরাল হয়ে পড়ে। সেই নিয়ে জেলা থেকে রাজ্য রাজনীতি সরগরম হয়ে ওঠে। দলীয় নির্দেশ অনুসারে অনুব্রত মণ্ডল ক্ষমা প্রার্থনা করেন। অন্যদিকে জেলা পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আইসি কে কুকথা কাণ্ডে সোমবার বোলপুর মহকুমা আদালতে হাজিরা দিলেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহবায়ক অনুব্রত মণ্ডল। এদিন বোলপুর মহকুমা আদালতে জামিনের আবেদন করা হয়েছিল অনুব্রত মন্ডলের আইনজীবীদের তরফে। বিচারক বয়স্ক ও শারীরিক সহ সমস্ত দিক বিবেচনা করে ব্যাক্তিগত এক হাজার টাকার বন্ডে জামিন দেন বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *