বোলপুর শিবপুর মৌজায় জমির বর্গাদার পাট্টাদার সহ মিছিল ও পথসভা বিষয়ক আলোচনা সভা,সাবিরগঞ্জ গ্রামে

Spread the love

বোলপুর শিবপুর মৌজায় জমির বর্গাদার পাট্টাদার সহ মিছিল ও পথসভা বিষয়ক আলোচনা সভা,সাবিরগঞ্জ গ্রামে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বোলপুর শিবপুর মৌজায় জমি দাতাদের অতিরিক্ত ক্ষতিপূরণ নির্ধারণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সেই রায়ের পরিপ্রেক্ষিতে এবার উক্ত জমির বর্গাদার,পাট্টাদারদেরও উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়ার লক্ষ্যে আন্দোলনে নামতে চলেছেন।এরই রূপরেখা নির্ধারণ করতে মঙ্গলবার বোলপুর থানার শিবপুর মৌজায় জমি দাতাদের নিয়ে সাবিরগঞ্জ গ্রামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য বামফ্রন্ট সরকারের আমলে শিল্প স্থাপনের উদ্দেশ্যে
বোলপুর এলাকার শিবপুর মৌজায় ২৯৭ একর জমি অধিগ্রহণ করেন রাজ্য সরকার। সেখানে ৪৫০ টি পরিবারের ১২৮৯ জন নুরপুর, কাশিপুর, সাবিরগঞ্জ , রায়পুর এবং বোলপুর এলাকার কৃষকদের জমি গিয়েছিল । সরকার বদল হলেও উক্ত জায়গায় শিল্প হয়নি পরিবর্তে সরকার বিলাসবহুল আবাসন নির্মাণে উদ্যোগী হয়ে পড়েন বলে জমি দাতাদের বক্তব্য। জমিদাতাদের মূল বক্তব্য ছিল “হয় শিল্প,নয় জমি ফেরত”- সেই বার্তা নিয়ে জেলাশাসক থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেখানে থেকে সুপ্রিম কোর্ট। সদ্য সেখানে শুনানি শেষে বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে চার সপ্তাহের সময়সীমা বেধে দেন যে, জমিদাতাদের অতিরিক্ত ক্ষতিপূরণ নির্ধারণ করে আদালতকে জানানোর। সুপ্রিম কোর্টের রায়ে কিছুটা হলেও জমিদাতাদের জয় হয়েছে বলে তারা মনে করেন। এবার উক্ত জমির সঙ্গে জীবন জীবিকায় জড়িত পাট্টাদার,বর্গাদাররা ও যেন উপযুক্ত ক্ষতিপূরণ পান তার জন্য আগামী ২৪ শে আগষ্ট বোলপুর শহর এলাকায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হবে বলে। সেই উপলক্ষে শিবপুর মৌজায় পাঁচ গ্রামের জমিদাতাদের নিয়ে উক্ত মিছিল ও পথসভা বিষয়ে রূপরেখা নির্ধারণ করা হয় বলে একান্ত সাক্ষাৎকারে জানান জমিহারা সংগ্রাম কমিটির আহ্বায়ক শৈলেন মিশ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *