পূর্ব বর্ধমানের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নির্দেশে ভাতারে শ্রমিক নেতা নয়ন সামন্তের উদ্যোগে ১০০০ সুস্থ গরিব মানুষের হাতে তুলে দেয়া হলো পুজোর নতুন উপহার। উপস্থিত ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক।
কর্মসূচি চলল শুক্রবার সাতটা ত্রিশ মিনিট পর্যন্ত।
পূর্ব বর্ধমানের ভাতারের বনপাশ অঞ্চলের মোহনপুর গ্রামে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্তের উদ্যোগে শারদীয়ার উপহার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, ভাতার ব্লক তৃণমূলের প্রাক্তন সহ-সভাপতি মনোয়ার ইসলাম, ছাত্রনেতা সঞ্চিত দত্ত, ভাতার পঞ্চায়েত সমিতির প্রাক্তন জনস্বার্থে কর্মাধ্যক্ষ মহেন্দ্র হাজরা।
এলাকার মানুষ এই উপহার পেয়ে দারুন খুশি।
শ্রমিক নেতা নয়ন সামন্ত জানান, জেলা সভাপতি নির্দেশে আমি এই কর্মসূচি করলাম।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।