আমিরুল ইসলাম,
ভাতারের পলসোনা গ্রামের এক লরির চালক ৬০ টাকার লটারির টিকিট কেটে হয়ে গেলেন কোটিপতি শুক্রবার এলাকায় খুশির হাওয়া।
সততার নজির গড়লেন ভাতার কৃষক বাজারের এক লটারির ব্যবসায়ী শেখ মইনুদ্দিন।
হোয়াটসঅ্যাপে শুক্রবার ডিয়ার লটারির একটি টিকিট ছবি তুলে পাঠান। পলশোনার এক লরি চালককে।
ওই লরি চালকের নাম শেখ মনিরুল। তিনি রয়েছেন পশ্চিমবঙ্গের বাইরে।
ভাতার কৃষক বাজারের লটারির ব্যবসায়ী শেখ মইনুদ্দিন যখন জানতে পারেন তার ওই হোয়াটসঅ্যাপে পাঠানো ৬০ টাকার টিকিটে প্রথম পুরস্কার হয়েছে তিনি তৎক্ষণাৎ ব্যাপারটি লরিচালক মনিরুলকে জানান। যার টিকিট নাম্বার হল ৮২ L ৭১৯৭৩
এবং তার বাবার সঙ্গে যোগাযোগ করে লটারি টিকিটটি তিনি পৌঁছে দেন।
তার এই সততার প্রশংসা করেছেন ভাতার এলাকার মানুষজন।
পেশায় ওই লরি চালকের স্বপ্ন তিনি একটি ভালো বাড়ি করবেন।
তিনি খবর পেয়ে বাড়ি ফিরে আসছেন।
তবে এই প্রথম পুরস্কারটি পড়েছে ভাতার বাজারের লটারি টিকিটের সেলার মায়ের আশীর্বাদ লটারি এজেন্সির থেকে।
মায়ের আশীর্বাদ লটারির মালিক খোকন শেখ জানান এর আগে আমার পাঁচবার প্রথম পুরস্কার হয়েছে। এটা হল ছ নম্বর।
সব মিলিয়ে ভাতার এলাকায় লটারিতে প্রথম পুরস্কার হওয়ায় খুশি হওয়া।