ভাতারের বামশোর গ্রামে কৃতি সংবর্ধনা

Spread the love

ভাতারের বামশোর গ্রামে কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান, কর্মসূচি চলল

ভাতারের বামশোর গ্রামে শুক্রবার শিক্ষক দিবসের দিনে কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
কৃতি ছাত্র ছাত্র-ছাত্রীদের হাতে পাঁচ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেলয়া হয় বামশোর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে।

এই ধরনের কর্মসূচিতে খুশি ছাত্র-ছাত্রীরা।

সংস্থার পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের আগামী কর্মজীবন যাতে আরো সুন্দর হয় সেই আশীর্বাদ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *