‘ভিক্ষুক’ চোর ঘিরে চাঞ্চল্য বলগনায়
আমিরুল ইসলাম,
ভিক্ষা করতে এসে দিনেদুপুরে বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়লো চোর। এলাকার মানুষ তুলে দিল পুলিশের হাতে। ঘটনায় ভাতারের বলগোনা গ্রামে ব্যাপক চাঞ্চল্য।
ঘটনা বৃহস্পতিবার বারোটার সময়। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা গ্রামে ভিক্ষা করতে এসেছিল এক শিশু সহ তিনজন।এরপর পরপর দুটি বাড়িতে ঢুকে তারা চুরি করে এই অভিযোগ গ্রামবাসীদের।
তাদের কাছ থেকে কিছু টাকা, কিছু রুপো ও কিছু সোনার জিনিস পাই গ্রামবাসী।তাদেরকে আটকে রেখে দেয় গ্রামের মানুষজন।খবর পেয়ে পুলিশ তাদের তিনজনকে উদ্ধার করে আনে ঘটনা স্থল থেকে।
মৌসুমী মাঝি ও বসুদেব মাঝির বাড়িতে তারা ঢুকে চুরির ঘটনা ঘটায়। স্থানীয় মানুষ দাবি করেছেন তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক ।
তার কারণ দিনে দুপুরে চুরির ঘটনায় গ্রামবাসী ব্যাপক আতঙ্কে আছেন।