ভোরবেলা চালকদের হাতে চা তুলে দিচ্ছেন গলসির ট্রাফিক ওসি
— নিজাম আলম
জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে অভিনব পদক্ষেপ নিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। গলসি সাব-ট্রাফিক অফিসের ওসি নিয়ামতউল্লা মোহাম্মদ ইব্রাহিম প্রতিদিন ভোরে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে যানবাহন চালকদের হাতে তুলে দিচ্ছেন এক কাপ গরম চা। পুলিশ সূত্রে খবর, জেলা পুলিশের নির্দেশেই শুরু হয়েছে এই কর্মসূচি। রাতভর লরি বা গাড়ি চালানোর পর চালকরা যাতে ঘুমের ঘোরে সড়ক দুর্ঘটনার কবলে না পড়েন, তাই সতর্কতার পাশাপাশি ঘুম ভাঙানোর উপায় হিসেবেই এই ব্যবস্থা। শুধু চা খাওয়ানো নয়, দুর্ঘটনা এড়াতে ইতিমধ্যেই নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। গলসি সাব-ট্রাফিক ওসি কয়েকদিন আগে এক সচেতনতামূলক শিবিরেরও আয়োজন করেন। সেখানে চালকদের ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর গুরুত্ব সম্পর্কে বিশদে জানানো হয়। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়। এক ট্রাকচালক বলেন, পুলিশ মানেই আগে ভয় ছিল। এখন দেখছি পুলিশ আমাদের কথা ভেবেই এমন কাজ করছে। এতে আমরা খুশি।স্থানীয়দের মতে, পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এর ফলে জাতীয় সড়কে দুর্ঘটনা অনেকটাই কমবে বলে তাঁদের আশা।