সেখ সামসুদ্দিন
মাধ্যমিক পরীক্ষায় ১৬ র্যাঙ্ক করা দুঃস্থ ভ্যানরিক্সা চালক পরিবারের সন্তান সোমেশ্বর দাসকে শুভেচ্ছা জানালো মেমারির এবিটিএ সংগঠনের পক্ষে। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক অমিতাভ চৌধুরী সহ ডঃ কৃষ্ণপদ বিশ্বাস, কাজী ওয়াসফুল্লা, বামাপদ ক্ষেত্রপাল, জ্যোতি মল্লিক, অসিত ঘোষ, মানস রায় প্রমুখ শিক্ষকমন্ডলী। শিক্ষক ডঃ কৃষ্ণপদ বিশ্বাস বলেন আজ ব্যক্তিগত ভাবে দুই হাজার টাকা ঐ পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। খুব শীঘ্রই সংগঠনগত একটি চেক প্রদান করা হবে এখনি তার পরিমাণ বলা যাচ্ছে না। ছেলেটির পড়াশোনা চালিয়ে যেতে তারা সহযোগিতা করবেন।