মঙ্গলকোটের মাজিগ্রাম
গীতাঞ্জলি নাচের স্কুল থেকে ভারত সংস্কৃতি উৎসবে প্রথম স্থান অধিকার করল নিত্যানন্দ প্রামানিক, রবিবার পাঁচটা ৩০ মিনিটে তাকে সম্বর্ধনা জানানো হলো স্কুলের পক্ষ থেকে।
মঙ্গলকোটের মাজিগ্রাম গীতাঞ্জলি নাচের স্কুল থেকে জিলাভিত্তিক ভারত সংস্কৃতি উৎসবে প্রথম স্থান অধিকার করল নিত্যানন্দ প্রামানিক ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে।
এরপর সে রাজ্যস্তরে রবীন্দ্র নৃত্যের উপর অংশকরণের সুযোগ পায়। গত ইংরেজি ২৬ শে ডিসেম্বর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বেহালায়। গতকাল অর্থাৎ ৩০ শে ডিসেম্বর সেই প্রতিযোগিতার রেজাল্ট বের হলে সেখানে মঙ্গলকোটের মআঝইগ্রআম গীতাঞ্জলি নাচের স্কুল থেকে প্রথম স্থান অধিকার করে নিত্যানন্দ প্রামানিক।
ওনার শিক্ষক জ্যোতিপ্রকাশ সামন্ত বাবু জানান, আমার কাছে দু’বছর নাচ শিখছে নিত্যানন্দ পরমানিক এই মঙ্গলকোটের মাঝিগ্রাম স্কুলে।
খুব ভালো ছেলে। এই সফলতায় আমি খুশি।
আমি চাই আগামী দিনে ও আরো বড় হোক।।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।