মঙ্গলকোটের ঠেঙ্গাপাড়ায় পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প, পরিদর্শন করলেন ব্লক সভাপতি।
সারা রাজ্যের পাশাপাশি মঙ্গলকোট ব্লকেও শুরু হয়েছে পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান ও দুয়ারে সরকার ক্যাম।
১০২,১০৩,১০৪ এই সংসদ গুলি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই ক্যাম্প।
ব্লক তৃণমূলের সভাপতি ধ্রুব ভট্টাচার্য জানান,এলাকার মানুষ ক্যাম্পে এসেছেন তাদের নানান সমস্যা নিয়ে।
সেগুলি প্রশাসনের আধিকারিক কে দ্রুত সমাধান করে দেওয়ার আবেদন জানালাম আজ।
পাশাপাশি এক খুদের অন্নপ্রাশন অনুষ্ঠিত হয় আজকের এই ক্যাম্পে।
ক্যাম্পে পরিষেবা পেয়ে খুশি সাধারন মানুষ।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।