মনিপাল হাসপাতাল নিয়ে এলো নতুন দিগন্ত

Spread the love

মনিপাল হাসপাতাল নিয়ে এলো নতুন দিগন্ত

বনি সিংহ : পূর্ব ভারতের অন্যতম শীর্ষ বহুমুখী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে ঢাকুরিয়ার মনিপাল হাসপাতাল। শুক্রবার তাঁরা আয়োজন করলেন বিশেষ অঙ্কোলজি‌ মিট, যেখানে ক্যান্সার জয়ী রোগী ও তাদের পরিবারের সদস্য এবং ক্যান্সার বিশেষজ্ঞরা এক মঞ্চে একত্রিত হয়েছিলেন। এদিন হাসপাতালের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় অঙ্গভিত্তিক অঙ্কোলজি সেবা যা লক্ষ্যভিত্তিক ও বিশেষায়িত ক্যান্সার চিকিৎসা প্রদান করবে এবং পাশাপাশি ক্যান্সার রোগীদের জন্য বিনামূল্যে সেকেন্ড ওপিনীয়ন পরামর্শ উদ্যোগ ও ঘোষণা করা হয় যা রোগী কেন্দ্রিক সহজলভ্য ও স্বাস্থ্যসেবার প্রতি হাসপাতালের অঙ্গীকারকে আরো দৃঢ় করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকুরিয়ার মনিপাল হাসপাতালের অঙ্কোলজি বিভাগের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল। তাদের মধ্যে ছিলেন ডাঃ শুভায়ু বন্দ্যোপাধ্যায়, এডভাইজার, কমপ্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার এবং সিনিয়র কনসালট্যান্ট -জিআই অঙ্কোলজি, ডাঃ বাস্তব ঘোষ, কনসালট্যান্ট -ইউরো অঙ্কোলজি, ডাঃ সাগ্নিক রায়, ডাঃ তন্ময় কুমার মন্ডল, ডাঃ আশুতোষ দাগা, ডাঃ শ্রেয়া ভট্টাচার্য, ডাঃ জশশ্বী চক্রবর্তী, ডাঃ সৌমেন বসু, ডাঃ অনির্বাণ হালদার, ডাঃ পারমিতা রায় এবং হাসপাতালের পরিচালক দিলীপ কুমার রায়। এদিন হাসপাতালের পরিচালক দিলীপ কুমার রায় বলেন মনিপালে আমাদের লক্ষ্য কেবল চিকিৎসা নয় আমরা রোগীদের অনিশ্চয়তা দূর করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *