খায়রুল আনাম,
বীরভূম : জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস শ্রদ্ধার সঙ্গে পালনের ব্যবস্থা করা হয় বোলপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে। মহাত্মাজীর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে দিনটির সূচনা হয়। সকলকে স্বাগত জানান বোলপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক নীলুফা পারভিন। বিভিন্ন ধর্মগুরুরা মহাত্মার প্রতি শ্রদ্ধা জানান। বোলপুর-শান্তিনিকেতনের সঙ্গে মহাত্মার সম্পর্ক ছিলো অত্যন্ত নিবীড়। বিভিন্ন সময় তিনি এখানে এসেছেন রবীন্দ্রনাথের সাথে মিলিত হতে। বোলপুর কাছারীপট্টিতে স্বাধীনতা সংগ্রামী হংসেশ্বর রায়ের আমন্ত্রণে গিয়ে চরকা কাটেন। সকলকে খাদি ব্যবহারের আহ্বান জানান। সেই পাড়াটি আজও খাদিপাড়া নামে পরিচিত। স্ত্রী কস্তুরবা গান্ধীকে নিয়ে তিনি যে পথে গিয়েছেন, সেখানেই আজ স্মরণ করা হলো মহাত্মাকে।