মহারাণী কোঙার স্মরণে সমাবেশ
সেখ সামসুদ্দিন, ২৫ জানুয়ারিঃ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পূর্ব বর্ধমান জেলা কমিটির আহবানে মেমারি নতুন বাসস্ট্যান্ডে প্রয়াত কমিউনিস্ট নেত্রীর স্মরণ সমাবেশ করা হয়। প্রধান বক্তা ছিলেন মহঃ সেলিম। উপস্থিত ছিলেন রাজ্য ও পূর্ব বর্ধমান জেলা সহ বিভিন্ন জেলার নেতৃত্ব এবং বিভিন্ন আঞ্চলিক নেতৃত্ব ও কর্মীবৃন্দ। মহারাণী কোঙারের জন্ম ৯০ বছর আগে হুগলি জেলার আরামবাগ মহকুমার মলয়পুর গ্রামে। গত ৫ জানুয়ারি ইহলোক ত্যাগ করেন। জানা যায় চতুর্থ শ্রেণী উত্তীর্ণ হওয়ার বিদ্যা নিয়ে ১৯৫৮ সালে পার্টির সদস্যপদ অর্জন করেন। ১৯৭৭ সাল থেকে লোকাল কমিটির সদস্য, ২০০৪ সাল থেকে ১১ বছর অবিভক্ত বর্ধমান জেলা কমিটির সদস্য এবং শেষ ৪ বছর আমন্ত্রিত সদস্য ছিলেন। বিভিন্ন সময় সিটু, সারা ভারত কৃষকসভা এবং মহিলা সংগঠনের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সর্বভারতীয় ও রআজ্য কমিটির দায়িত্ব পালন করেন। ১৯৮২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনবারের বিধায়ক ছিলেন এবং ভূমি সংস্কার, পঞ্চায়েত ব্যবস্থআ সহ নানান সিদ্ধান্তে কার্যকরী ভূমিকা পালন করেন। তিনি মরনোত্তর দেহদান করেছেন। সেই নেত্রীর স্মরণ সমাবেশে মহঃ সেলিম রাজ্যের মুখ্যমন্ত্রী ও ভাইপো এবং কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন।