মাইনস নিরাপত্তা সপ্তাহ পালন,লোকপুরের কয়লা খনিতে

Spread the love

মাইনস নিরাপত্তা সপ্তাহ পালন,লোকপুরের কয়লা খনিতে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
শনিবার বীরভূম জেলার লোকপুর থানার গঙ্গারামচক এ্যান্ড গঙ্গারামচক কোল মাইনস (Mines)ওয়েষ্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানী লিমিটেড এর অধীনস্থ গোক্যুয়েষ্ট সোল্যুশন প্রাইভেট লিমিটেডের উদ্যোগে গত ১৭ ই নভেম্বর থেকে নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে ২২ শে নভেম্বর শনিবার খয়রাশোল ব্লকের লোকপুর থানার অধীনস্থ গঙ্গারামচক কয়লা খনি এলাকার মধ্যে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়। খনি এলাকার মধ্যে কর্মরত শ্রমিকদের নিজেকে সুরক্ষিত রাখার স্বার্থে মাথায় হেলমেট ব্যবহার।পায়ে জুতো,কোমর বন্ধন,হ্যান্ড গ্লাবস,গগলস,এয়ার প্লাগ,নোজ কভার ইত্যাদি ব্যবহার করে কর্মক্ষেত্রে নিরাপদে কাজকর্ম করা আবশ্যক। পাশাপাশি নেশাগ্রস্ত অবস্থায় বা শারীরিক অসুস্থতাজনিত কারনে মাইনস এ কাজে না যাওয়া ইত্যাদি বিষয়গুলো নিয়ে খনি এলাকায় কর্মরত কর্মীদের অবগত করেন মঞ্চে উপবিষ্ট আধিকারিকেরা।তাছাড়াও বিশ্ব উষ্ণায়ন তথা প্রাকৃতিক ভারসাম্যের কথা মাথায় রেখে এদিন কোল মাইন্সের পক্ষ থেকে স্থানীয় ফাঁকা জায়গায় একশো পঁচিশটি চারাগাছ রোপন করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। উল্লেখ্য গঙ্গারামচক অ্যান্ড গঙ্গারামচক ভাদুলিয়া কোল মাইন্সের ১২৫ তম নিরাপত্তা পালন সপ্তাহে ১২৫ টি চারাগাছ রোপণ কর্মসূচী পালিত হয় বলে জানা যায়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি জি এম এস (মাইনিং) সঞ্জয় কুমার জিম্মিডি, ডেপুটি ডিরেক্টর অফ মাইনাস সেফটি (মাইনিং)কেশব সিং মিনা,জিএম (মাইনিং)সমরেশ কুমার, এজেন্ট জি এন্ড জিবিসিএ (WBPDCL) দেবাশীষ ভদ্র,গোক্যুয়েষ্ট সোল্যুশন প্রাইভেট লিমিটেডের প্রোজেক্ট কো অর্ডিনেটর বিধান চন্দ্র খান,
স্বরূপ ব্যানার্জি, শান্তনু চট্রপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *