মাদ্রাসা স্কুল নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল
সেখ সামসুদ্দিন, ২২ নভেম্বরঃ জামালপুর ব্লকে মাদ্রাসা স্কুল নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস। আজ জামালপুরে আবুজহাটি ২ অঞ্চলের টেরাপুর মাদ্রসা নির্বাচনে মনোনয়ন জমা দেবার দিন ছিল। নির্দিষ্ট সময় পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের কোন প্রার্থী মনোনয়ন জমা দেননি। তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, বিধায়ক অলক কুমার মাঝি ও সহ সভাপতি ভূতনাথ মালিকের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ৬ জন প্রার্থী মনোনয়ন জমা করেন। সঙ্গে ছিলেন ওই অঞ্চলের অঞ্চল সভাপতি তরুণ কান্তি ঘোষ, শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতি আজহারউদ্দিন, আবুজহাটি ২ অঞ্চল সভাপতি রমেন্দ্রনাথ কোনার, জৌগ্রাম অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল সহ অন্যান্যরা।অন্য কোনো দলের প্রার্থী মনোনয়ন না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের ৬ জন প্রার্থী শেখ আনসার আলী, শেখ সামসুল আলম, শেখ মোজাম্মেল, খাদিজা বেগম, মইদুল মন্ডল ও শেখ মিরাজ আহম্মেদ জয় লাভ করেন। উপস্থিত নেতৃত্ব জয়ী প্রার্থীদের মালা পরিয়ে দেন। মেহেমুদ খাঁন বলেন তাঁরা চেয়েছিলেন সকলেই এই নির্বাচনে অংশ নিন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ও তাঁদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে যে উন্নয়ন করে চলেছেন মানুষ তাতেই আস্থা রেখেছেন। তাই বিরোধী দলের কোনো অস্তিত্ব চোখে পড়ছে না। বিধায়ক বলেন রাজ্য সরকার শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় যেভাবে উন্নতি করছেন তাতে করে বিরোধিতা করার কোনো জায়গাই বিরোধীরা পাচ্ছেন না। তাই আজকের এই নির্বাচনে বিরোধীরা কেউ মনোনয়ন জমা দেননি। এই জয় বিধানসভা ভোটের আগে তৃণমূলকে যথেষ্ট স্বস্তি দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
