সঞ্জয় হাল্দা. পুরুলিয়া জেলার মানবাজার-২ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ব্লকের নতুন দায়িত্ব প্রাপ্ত পদাধিকারী ব্যক্তিগনকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দিলেন ব্লকের তৃনমূল কর্মীরা। এক উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে সংবর্ধিত হলেন ব্লকের নতুন দায়িত্ব প্রাপ্ত ব্লক সভাপতি সুধীর সরেন, সহ সভাপতি শান্তিগোপাল গাঙ্গুলি, দীনবন্ধু হালদার, ব্লক যুব সভাপতি অমিতেষ মাহাত,সহ সভাপতি স্নেহাংশু মাহাত ও বিকাশ মাহাত , ব্লক মহিলা সভানেত্রী নিয়তি মাহাত, সহ সভানেত্রী শ্যামলী সরেন ও কনকলতা মান্ডি এবং ব্লক আইএনটিটিইউসি সভাপতি চক্রধর মাহাত কে। নতুন দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিগন সবাই এক যোগে নতুন উদ্যমে কাজ করার বার্তা দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা চেতনা ও আদর্শকে সামনে রেখে আগামী নির্বাচনে লড়াই করবেন বলে জানান তারা। এই নতুন দের বরন করে নেওয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবীন তৃণমূল কংগ্রেস কর্মী ধরনী মাহাত, প্রাক্তন অঞ্চল সভাপতি ধীরেন্দ্রনাথ সিং সর্দার, ভজহরি মাহাত, সন্তোষ কুমার মাহাত এবং কৌশিক মাহাত, রামকৃষ্ণ সিং সহ শতাধিক তৃণমূল কংগ্রেসকর্মী।