মানুষ মানুষের জন্য।
সাধন মন্ডল বাঁকুড়া:–তালডাংরার লদ্দা গ্ৰামের বিশিষ্ট সমাজকর্মী হেনা খাতুন বিভিন্ন সময়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন মানুষের পাশে থাকার চেষ্টা করেন ।তিনি জানান লকডাউন থেকে সমাজসেবার কাজে যুক্ত। এলাকার মানুষজন জানান দুর্গাপূজা থেকে শুরু করে ঈদ কুরবানী সহ এবং কি শিব ভক্তদের সেবা বিভিন্ন সময়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেন তাই আজ তার কর্মসূচির অঙ্গ হিসেবে হাড়মাসড়া উপস্বাস্থ্য কেন্দ্রে কিছু জন যক্ষা রোগীর হাতে প্রোটিন যুক্ত কিছু খাবার তুলে দিলেন । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তালডাংরা গ্রামীণ হাসপাতালের বি এম ও এইচ সহ ডাক্তার সুভাষ মন্ডল সহ দিদিমণি ও হাসপাতালে কর্মী বৃন্দ ।যক্ষা রোগীরা জানান আমাদেরকে খাবার দিয়ে আমরা খুবই উপকৃত হলাম হেনা খাতুন এর এই কর্মকাণ্ডে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন। যক্ষা রোগাক্রান্ত রোগীরা পুষ্টিকর খাবার পেয়ে হেনা খাতুনকে আশীর্বাদ জানিয়েছেন। ডাক্তার সুভাষ মন্ডল হেনা খাতুনের এই উদ্যোগকে আমরা কৃতজ্ঞতা জানাই এরকম মানুষরা এগিয়ে আসুক অসহায় মানুষের পাশে তাহলেই সমাজ পরিবর্তন হবে।