মীমাংসার নামে থানায় ডেকে হেনস্থা, রাজনগর থানায় বিক্ষোভ সহ স্মারকলিপি প্রদান সিপিআইএম দলের
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- পাঁচ দফা দাবী নিয়ে সোমবার রাজনগর থানায় স্মারক লিপি প্রদান করা হয় সিপিআইএম রাজনগর এরিয়া কমিটির পক্ষ থেকে।সিপিআইএম এরিয়া কমিটির রাজনগর দলীয় কার্যালয থেকে এদিন দলীয় পতাকা,ব্যানার,বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে স্থানীয় বাজার,বাসষ্ট্যান্ড সহ নানাস্থান পরিক্রমা করে রাজনগর থানার সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।মীমাংসার নামে থানায় ডেকে সাধারন মানুষদের হেনস্থা করছে রাজনগর থানার পুলিশ, এই অভিযোগ সহ অন্যান্য দাবি নিয়ে রাজনগর থানায় বিক্ষোভ প্রদর্শন ও স্মারক লিপি প্রদান কর্মসূচি বলে দলীয় সূত্রে জানা যায়।অন্যান্য দাবি সমূহের মধ্যে ছিল অবৈধভাবে নদী থেকে বালি তোলা এবং মদের দোকান বন্ধ করা।বাইক আরোহীদের জোর জুলুম করে টাকা আদায় বন্ধ করা। মানুষের কথা ধৈর্য্য সহকারে শুনতে হবে এবং তাহা নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম বীরভূম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরি,জেলা কমিটির সদস্য শুকদেব বাগদী, রাজনগর এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রি,সামিউল আক্তার ওরফে মিলন খান সহ অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থক গন।