মোল্লা জসিমউদ্দিন টিপু,
, শুক্রবার দুপুরে দিল্লির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠে মুখ্যমন্ত্রীর পায়ে চোট সংক্রান্ত মামলাটি। সেখানে আবেদনকারী আইনজীবীদের তরফে এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করা হয়। সেখানে সুপ্রিম কোর্ট এই পিটিশন টি খারিজ করে দেয় পাশাপাশি কলকাতা হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গত ১০ মার্চ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগে।এই ঘটনায় সুপরিকল্পিতভাবে হামলা করা হয়েছে বলে তৃণমূলের তরফে অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপি এই ঘটনায় দুর্ঘটনার শিকার বলে দাবি করে। এই ঘটনায় সারা দেশ জুড়ে তোলপাড় হয়ে যায়। উল্লেখ্য, এই বিধানসভার কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং মমতা।তাই বাড়তি রাজনৈতিক উত্তেজনা তৈরি হয় রাজ্য জুড়ে। ভাঙা পায়েই খেলা হবে স্লোগান তুলে তৃণমূল কংগ্রেস। যদিও বিরোধী দলের নেতারা মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি তুলেছিলেন। কলকাতা হাইকোর্টেও এই ঘটনা ঘিরে জনস্বার্থ মামলা হয়।সেখানে কোন নির্দেশ দেয়নি হাইকোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত খারিজ করলেও কলকাতা হাইকোর্ট যাওয়ার পরামর্শ দেওয়ায় অন্য মাত্রা পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।