মেট্টা–জাগৃতি ধাম উদ্যোগে ডায়াবেটিস দিবসে প্রজন্মের মিলন

Spread the love

মেট্টা–জাগৃতি ধাম উদ্যোগে ডায়াবেটিস দিবসে প্রজন্মের মিলন

মেট্টা (দান) ফাউন্ডেশন এবং জাগৃতি ধাম সিনিয়র লিভিং ১৬ নভেম্বর Celebrating Life Across Generations শীর্ষক আন্তঃপ্রজন্মের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ব ডায়াবেটিস দিবস ও শিশু দিবস ২০২৫ একসঙ্গে পালন করল। জাগৃতি ধাম – মার্লিন গ্রিনস, ইবিজ়া ক্লাব, ডায়মন্ড হারবার রোডে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবীণ বাসিন্দা, টাইপ–১ ডায়াবেটিসে আক্রান্ত শিশু, চিকিৎসা বিশেষজ্ঞ এবং শিল্পীরা যোগ দেন। দিনভর চলেছে শেখা, সচেতনতা, আন্তরিকতার বিনিময় এবং প্রজন্মের মেলবন্ধন।

সংগঠকদের বক্তব্য, এই উদ্যোগের উদ্দেশ্য ছিল প্রজন্মের মধ্যে সংযোগ দৃঢ় করা এবং ডায়াবেটিস ও সামগ্রিক সুস্থতা সম্পর্কে মানুষের মধ্যে গভীরতর বোঝাপড়া তৈরি করা। প্রতিষ্ঠাতা ট্রাস্টি রবীন্দ্র চামারিয়া বলেন, “জাগৃতি ধামে আমরা বিশ্বাস করি—জীবনের প্রকৃত প্রাচুর্য লুকিয়ে থাকে সংযোগে। প্রজন্ম, অভিজ্ঞতা আর অনুভূতির মধ্যে সেই সংযোগই জীবনের সৌন্দর্য বাড়ায়। এই উদ্যোগ সেই বিশ্বাসকেই আরও স্পষ্ট করে—দেখিয়ে দেয় যে সহমর্মিতা আর যত্নের কোনও বয়স নেই।”

দিনের অন্যতম আকর্ষণ ছিলেন বিশিষ্ট ডায়াবেটোলজিস্ট দেবাশিস বসু। তাঁর Insights that Inspire বক্তৃতায় প্রবীণদের প্রতিরোধমূলক স্বাস্থ্য-যত্ন, জীবনযাপনের ভারসাম্য এবং শিশু ও বয়স্ক—উভয়ের ডায়াবেটিস নিয়ন্ত্রণের পরিবর্তিত পদ্ধতি নিয়ে আলোকপাত করা হয়। অংশগ্রহণকারীরা নিজের নিজের অভিজ্ঞতা জানালে চিকিৎসক ও পরিবারদের মধ্যে খোলামেলা আলোচনা গড়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *