মেমারি এলিট চেকমেট চ্যালেঞ্জ ২০২৫

Spread the love

মেমারি এলিট চেকমেট চ্যালেঞ্জ ২০২৫

সেখ সামসুদ্দিন, ১৯ অক্টোবরঃ মেমারি এলিট চেস একাডেমির বর্ষপূর্তি উপলক্ষে মেমারির এনজিও সংস্থা পরশ পাথরের সহায়তায় মেমারি এলিট চেস একাডেমীর ব্যবস্থাপনায় মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউশন শাখা ১ বিদ্যালয়ে আয়োজিত হয় মেমারি এলিট চেকমেট চ্যালেঞ্জ ২০২৫। এই প্রতিযোগিতা পরিচালনা ও বিচারক টিম দিয়ে সহযোগিতা করেন ওয়েস্ট বেঙ্গল চেস একাডেমি। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার বহু দূর দূরান্ত থেকে শিশু হতে বৃদ্ধ প্রায় ১৬৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ২০ মিনিটের সময়সীমায় সুইচিং সিস্টেমে ৬ রাউন্ড প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে ২৮ তম প্রতিযোগী পর্যন্ত আর্থিক পুরস্কার এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের যথাক্রমে ৫০০০ টাকা, ২০০০ টাকা, ৩০০০ টাকা আর্থিক মূল্যের সঙ্গে ট্রফি দেওয়া হবে বলে জানান পরশপাথর ও মেমারি এলিট চেস একাডেমির পক্ষে অপূর্ব সু। ওভার অল প্রথম স্থান অর্জন করেন সৌমাল্য মন্ডল- যাদবপুর, দ্বিতীয় সঞ্জীব মালি- দমদম, তৃতীয় স্থান অর্জন করেন সুপ্রতীম ঘোষ- হিন্দমোটর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *