মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির বাৎসরিক সাধারণ সভা
সেখ সামসুদ্দিন, ২৫ ফেব্রুয়ারিঃ মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির বাৎসরিক সাধারণ সভা আয়োজিত হয় মেমারি বামুনপাড়া মোড় উৎসব হলে। অতিথি তালিকায় উপস্থিত ছিলেন হুগলি চেম্বার অফ কমার্সের সভাপতি অম্বিকা মান্না, বেঙ্গল চ্যাপ্টার অফ ক্যাটের সেক্রেটারি মধুসূদন ব্যানার্জী, কোষাধক্ষ্য নিখিল কুমার রায়, চুঁচুড়া সদর সাব ডিভিশন সেক্রেটারি মতিয়ার রহমান এবং সদস্য সুদামা পালা ছাড়াও বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির সেক্রেটারি অনিরুদ্ধ চ্যাটার্জী, কোষাধক্ষ মধুসূদন দাস ডেভেলপমেন্ট সেক্রেটারি অমরনাথ সাউ, সদস্য বীণা সাউ, লেবার সেক্রেটারি উত্তম সাহা, মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিপ্লব কুমার পাল সম্পাদক রামকৃষ্ণ হাজরা সহ সকল সদস্যবৃন্দ। প্রায় ৪০০ সদস্যের উপস্থিতিতে এদিনের কার্যসূচী পালিত হয়। উপস্থিত অতিথিবৃন্দ মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির ভূমিকায় ভূয়সী প্রশংসা করেন প্রদীপ প্রজ্জ্বলন ও অতিথিবৃন্দের বক্তব্য শেষে স্থানীয় ব্যান্ডের সঙ্গীতানুষ্ঠান করা হয়। ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে সকলেই খুশি বলে জানা যায়।