মেয়েটা জেগে আছে

Spread the love

মেয়েটা জেগে আছে

রাকা ভট্টাচার্য্য (কলকাতা)

মেয়েটা আড়ালে জেগে আছে
তোমার আমার নৈতিক চেতনায়, মাতৃত্বের গন্ধ
মাখা আঁচলে। না, ভুলে যেও না তোমরা
যারা দুটো ঠ্যাং আড়ম্বরে চিরে দিয়েছিলে হাসপাতাল
ময়দানে — তোমাদের আমরা ভুলিনি, ভুলব না
আমাদের মেয়েটার চাপা আর্তনাদের সুতীক্ষ্ণ হৃদয় দংশন। বিভৎস মৃত্যুর লাশ বুকে নিয়ে আমরা
এখনও জেগে আছি, আর কিছু অশিক্ষার লাশ
বিবেকহীনতার লাশ, মনুষ্যত্বহীনতার লাশ।

আসছেন উমা আসছেন, সংসার দুলিয়ে ভাসিয়ে
তিনি আসছেন, আসছেন উমা রাত দখলের প্রতিশ্রুতি নিয়ে, মনে রেখো ভরা অষ্টমী তিথি ঘন রাত মন্ত্রোচ্চারণে জাগবে ত্রিনয়ন, বুঝে নেবে মেয়েটার নয়নের প্রতিটি রক্ত বিন্দুর বিন্দু বিন্দু হিসাব।
বন্ধু, তুমি ঘুমিয়ো না আর, জেগে ওঠো, পাশে থাকো,
বিবেকের দ্বার খোলো, দেখো এ মেয়েটাও হয়ত তোমার।

আছি, যতদিন যতরাত তোমার ছিন্ন ভিন্ন দংশিত
লাশ আমার বিবেকে লাথি মেরে বলে যাবে
মাগো, সততার এই বুঝি পাওয়া যায় দাম?
ততদিন দানের গুটি সাজিয়ে পাশে আছি আমরা
মেয়েরা, তোমার ই মায়ের জাত।

মনে রেখো সারারাত অষ্টমী অঞ্জলি—-
ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেন সংস্থিতা,
ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেন সংস্থিতা
নমস্তৈস্য নমস্তৈস্য নমস্তৈস্য নমহ নমহঃ !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *