“যুব সংবাদ – ভারত @ ২০৪৭ অনুষ্ঠিত রাজনগরে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নেহেরু যুব কেন্দ্র বীরভূমের উদ্যোগে এবং রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের পরিচালনায় রবিবার ছাতিনা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হল “যুব সংবাদ – ভারত @ ২০৪৭”।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন অনুষ্ঠানের মুখকথা পরিবেশন করেন গ্রাম সহায় কেন্দ্রের কোষাধ্যক্ষ প্রভাত দত্ত।এই অনুষ্ঠানে ‘ভারতের পঞ্চ প্রাণ – একটি যুব সংলাপ’ থিমের উপরেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন অধ্যাপক ডঃ রবিন ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল সাহা,শিক্ষক উত্তম কুমার মন্ডল, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী গৌরাঙ্গ দাস প্রমুখ। অমৃত কালের এই পাঁচ প্রাণ (পাঁচ অঙ্গীকার) ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষ হিসাবে ভারতের দৃষ্টিভঙ্গি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিন অংশগ্রহণকারী যুবক-যুবতীদের এই পঞ্চ প্রাণের উপরে অবহিত করার জন্য এই কর্মসূচিতে প্রশ্ন-উত্তর সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের উপস্থিত সদস্যগণের সক্রিয়তায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।উপস্থিত ছিলেন প্রসারভারতীর জেলা সংবাদদাতা শম্ভুনাথ সেন,তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান লতিকা সূত্রধর, সাংবাদিক মহঃ সফিউল আলম, কবি অমর মালী, সমাজসেবী সুমনা মন্ডল,স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য জগজীবন মন্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।