রাইপুরে ফুলকুসমা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন

Spread the love

রাইপুরে ফুলকুসমা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন

।:–শুভদীপ ঋজু মন্ডল ,বাঁকুড়া:—।ফুলকুসমা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শুক্রবার ।এদিন এই উপলক্ষে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ ছিল সাজো সাজো রব। ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয়ে নিয়মিত ক্লাস শেষে ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল খাওয়ানোর পর সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় ।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এদিনের অনুষ্ঠানের সভাপতি প্রহ্লাদ দুলে ও শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সাধন কুমার মন্ডল। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কবিতা আবৃতি, নৃত্যানুষ্ঠান, নাটক ,সংগীত সহ নানান কর্মকাণ্ড তিন ঘন্টা ধরে পরিবেশন করে।অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে রাইপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রসেনজিৎ মল্লিক বলেন এই চক্রের ফুলকুসমা বোর্ড প্রাথমিক বিদ্যালয় একটি প্রশংসিত নাম। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসটি প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়ে থাকে এবং ছাত্র-ছাত্রীরা তাদের কর্মদক্ষতা উপস্থিত অতিথি ও অভিভাবকদের কাছে তুলে ধরে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কর্মকার বলেন আমাদের বিদ্যালয়টি জঙ্গলমহল এলাকায় অবস্থিত আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংখ্যা অন্যান্য বিদ্যালয়ের তুলনায় অনেক বেশি আমাদের সহকারী শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন ঘটানোর চেষ্টা করা হয় সাথে তাদের সার্বিক বিকাশের জন্য লক্ষ্যে সপ্তাহে শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা আজকের দিনের জন্য। আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট মানুষজন – তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মনোরঞ্জন সাহু, নির্মল মিশ্র , রাজকুমার পাইন , কানাই সাহু, কৌশিক মন্ডল , অনির্বাণ দে বাঁকুড়া জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাপ্পাদিত্য মন্ডল, পাঞ্জাবি দুলে , সৌরভ ভূঁইয়া চক্র সম্পদ কেন্দ্রের কর্মীবৃন্দসহ বিশিষ্ট মানুষজন। এত বড় একটি সংস্কৃতি অনুষ্ঠান যাদের পরিচালনায় অনুষ্ঠিত হলো তার কান্ডারীরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কর্মকার সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ মানস কর্মকার, ইতু চট্টোপাধ্যায়, সুশান্ত আচার্য্য, পিনাকী মন্ডল, বিশ্বজিৎ সাহু, আর্য্য মন্ডল , দুর্গাপ্রসাদ পাল। এদিনের অনুষ্ঠান উপলক্ষে ফুলকুসমা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা বৃন্দ ছাড়াও এলাকাবাসীর উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *