রাইপুরে মহামায়া পূজা কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

Spread the love

রাইপুরে মামহামায়া পূজা কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

:—–সাধন মন্ডল ,বাঁকুড়া:—++++আজ ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জঙ্গলমহলের রাইপুরের মা মহামায়া সার্বজনীন পূজা কমিটির ব্যবস্থাপনায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। ফিতে কেটে শিবিরের সূচনা করেন রাইপুর থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাজি এছাড়া উপস্থিত ছিলেন রাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পল্টু রজক, হরিহর গঞ্জগড়ের রাজা তথা মহামায়া মন্দির সংস্কার কমিটির সভাপতি গোপীনাথ সিংহ দেও, বিশিষ্ট সমাজসেবী ও রক্তদাতা আন্দোলনের এক সমাজকর্মী অবসরপ্রাপ্ত শিক্ষক গৌতম বিশ্বাস, দক্ষিণ বাঁকুড়ার বিশিষ্ট চিকিৎসক সমাজসেবী ডাক্তার শ্যামল দে,সহ বিশ্বজিৎ ঘোষাল, অশোক কাহার (সিনহা), বিজয় মন্ডল ,গগন মণ্ডল, সহ বিশিষ্ট মানুষজন। এদিন একজন মহিলা সহ মোট 65 জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে উদ্যোক্তাদের পক্ষে সভাপতি সুভাষ নগর জানান তিনি বলেন এটি রাইপুর মা মহামায়া দুর্গাপূজা কমিটি উদ্যোগে প্রথম বর্ষ রক্তদান শিবির। রক্তগুলি সংগ্রহ করেন খাতড়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *